Advertisement

Responsive Advertisement

রাজ্যকে দুধ ও ডিমের স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার : মন্ত্রী


আগরতলা, ৬ অক্টোবর : রাজ্যকে দুধ ও ডিমের স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যেই শুক্রবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরকে নিয়ে দ্বিতীয় পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। রাজধানীর গোর্খাবস্তিস্থিত প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য মাংসে স্বয়ংবর কিন্তু পশুধন থেকে প্রাপ্ত খাদ্যে অর্থাৎ ডিম এবং দুধে অনেকটাই পিছিয়ে। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই ক্ষেত্রেই সহজেই লাভের মুখ দেখতে পারে রাজ্য আর এই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। এই বৈঠকে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক জেলা পর্যায়ে আধিকারিকসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী স্বীকার করে নেন দুধ আর ডিম উৎপাদনে অন্যান্য রাজ্য থেকে অনেকটাই পিছিয়ে ত্রিপুরা। অথচ সঠিক পথ ধরে চললে দুটো ক্ষেত্রেই লক্ষ পূরণে সম্ভব এতে বেকারদের কর্মসংস্থানেরও সুযোগ থাকে এই লক্ষ্য পুরোনেই দপ্তরের দ্বিতীয় পর্যায়ের আলোচনা বৈঠক এর আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।উল্লেখ্য বৃহস্পতিবার মৎস্য দপ্তরে অনুরূপ পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস। পূজার মৌসুমে রাজ্যবাসীকে মাছে ভাতে রাখার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় বৃহস্পতিবারের পর্যালোচনা বৈঠকে তেমনি শুক্রবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা বৈঠকেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ