Advertisement

Responsive Advertisement

কবিরাজের প্রেমের টানে অবৈধ পথে বাংলাদেশ থেকে ত্রিপুরায় পালিয়ে এলো এক গৃহবধূ

অয়ন নাগ, ধর্মনগর, ২৬ অক্টোবর : গোপন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার পুলিশ পূর্ব ফুলবাড়ি এলাকা থেকে এক বাংলাদেশী মহিলা নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে। ওসি সমরেশ দাস জানান তাদের কাছে গোপন খবর আসে এক বাংলাদেশী মহিলা যার নাম ফাতেমা নুসরত(২৩) স্বামী আব্দুল মুমিন, বাড়ি বাংলাদেশের শিলুয়া মৌলভীবাজার। ঐ মহিলা চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ নূর জালাল ওরফে সাদ্দাম, বাবা মৃত সুরুজ আলী নামের ব্যক্তির বাড়িতে অবৈধ ভাবে বসবাস করছে। সেই মত চুড়াইবাড়ি থানার ওসির নেতৃত্বে এএসআই রুমা দেববর্মা অন্য মহিলা পুলিশদের নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই মহিলাকে উদ্ধার করে চুরাইবাড়ি থানায় নিয়ে আসেন।
চুরাইবাড়ি থানার পুলিশ আসার খবর পেয়ে আগে থেকে পূর্ব ফুলবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ নূর জালাল বাড়ি থেকে পালিয়ে যায় ফাতেমা নুসরত নামের বাংলাদেশী মহিলাকে ঘরে রেখে। চুড়াইবাড়ি থানার পুলিশ ফাতেমা নুসরত নামের বাংলাদেশী মহিলাকে জিজ্ঞেস করে জানতে পারে মহিলা স্বামী কর্মসূত্রে কাতার থাকে। শশুর শাশুড়িসহ মহিলা বাংলাদেশের শিলুয়া মৌলভীবাজার থাকেন। তাদের একটি চার বছরের মেয়ে সন্তান রয়েছে। মহিলা আর জানায় বৈধ ভাবে মোহাম্মদ নূর জালাল বাংলাদেশ যেত কবিরাজি করতে। মহিলার বাড়িতে শশুর শাশুড়ীকে কবিরাজি করতে যেত সেই সুবাদে মোহাম্মদ নূর জালালের সাথে ফাতেমা নুসরত'র প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ১৫ দিন আগে মোহাম্মদ নূর জালাল ওই মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে পূর্ব ফুলবাড়ী এলাকায় নিয়ে আসে। একথায় বলতে গেলে কবিরাজের প্রেমে হাবুডুবু খেয়ে বাংলাদেশে নিজের সংসার ফেলে ত্রিপুরায় গত ১৫দিন পূর্বে অবৈধ উপায়ে প্রবেশ করে ওই বাংলাদেশি মহিলা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ