আগরতলা, ১২অক্টোবর : ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো পশ্চিম মহিলা থানা ও পূর্ব মহিলা থানা পরিদর্শনে যান ঝর্না দেববর্মা। সাথে ছিলেন মহিলা কমিশনের অন্যান্য সদস্যা ও আধিকারিকরা। বৃহস্পতিবার মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা প্রথমে যান পশ্চিম আগরতলা মহিলা থানায়। পরে তিনি যান পূর্ব আগরতলা মহিলা থানায়। উভয় থানায় গিয়ে ওসিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উভয় মহিলা থানার সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি।
পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মূলত এইদিন তিনি দুই মহিলা থানার ওসিদের সাথে পরিচয় করার জন্য গিয়েছেন। উভয় থানার ওসিদের সাথে কথা বলেছেন। মহিলাদের স্বার্থ সুরক্ষায় কাজ করার বিষয়ে আশ্বাস দিয়েছেন দুই মহিলা থানার ওসিরা। আগামীদিনে মহিলা কমিশন ও মহিলা থানার পুলিশ কর্মীরা মহিলাদের স্বার্থ সুরক্ষায় যৌথ ভাবে কাজ করবে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ