Advertisement

Responsive Advertisement

প্রান্তিক জনপদে উন্নয়ন পরিষেবা পৌঁছেদিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : বিদ্যুৎমন্ত্রী

 
বিশালগড়, ১০ অক্টোবর, ২০২৩: রাজ্যের প্রান্তিক জনপদে উন্নয়ন পরিষেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নমূলক কাজের সুফল পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। এজন্য নেওয়া হচ্ছে একের পর এক ইতিবাচক পদক্ষেপ। আজ বিশালগড় মহকুমার গোলাঘাটিতে নবনির্মিত ৩৩ কেভি সাব স্টেশনের উদ্বোধন করে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া সব কিছুই অচল। যতদিন যাচ্ছে বিদ্যুতের চাহিদা ততো বাড়ছে। বিগত কয়েক বছরে রাজ্যে বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। গত ৫ বছরে গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় আড়াই লক্ষ। রাজ্যের প্রতিটি মানুষের চাহিদা অনুসারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য রাজ্য সরকার কাজ করছে। অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার নতুন ২৪টি সাব স্টেশন গড়ে তুলেছে। আরও ২৮টি সাব স্টেশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একটা সময়ে মানুষের মূল চাহিদা ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান। সময়ের তালে তা পাল্টে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ ক্ষেত্রে উন্নত পরিষেবার দাবি সবার সামনে উঠে আসছে। মানুষের কাছে এই সমস্ত পরিষেবা যথাযথভাবে পৌঁছে দিতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় মানুষের বিভিন্ন মৌলিক চাহিদা পূরণে কাজ করে চলেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মানব দেববর্মা, ত্রিপুরা বিদ্যুৎনিগমের এমডি দেবাশিস সরকার, জিএম রঞ্জন দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। বিশ্বব্যাংক ও কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় এই সাব স্টেশন গড়ে তুলতে ব্যয় হয়েছে ১০ কোটি ৮০ লক্ষ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ