Advertisement

Responsive Advertisement

আগরতলায় পাগল কুকুরের কামড়ে আহত প্রায় ৩০ জন

আগরতলা, ১২ অক্টোবর : প্রকাশ্য দিবালোকেই ব্যস্ততম আগরতলার সড়কে এবার তান্ডব লীলা চালালো এক পাগলা কুকুর। আর এই কুকুরের আক্রমণে রক্তাক্ত হলেন কমপক্ষে ৩০জন পথচারী। চাঞ্চল্যকর এই ঘটনাটি শুরু হয় আগরতলা থেকে প্রায় ৬কিমি দূরে আসাম আগরতলা জাতীয় সড়কে রাণীর বাজারের বৃদ্ধিনগর থেকে আগরতলা রেশন বাগান এলাকায়। বৃহস্পতিবার বিকেলে আচমকাই একটি সাদা রংয়ের কুকুর আক্রমনাত্মক হয়ে উঠে। জাতীয় সড়ক দিয়ে আগরতলা মুখি হয়ে দৌড়াতে দৌড়াতে সামনে যাকেই পাচ্ছিল তাকেই রক্তাক্ত করে তোলে এই পাগল কুকুরটি। এতে গুরুতর আহত হলেন কমপক্ষে ৩০ জন সাধারণ মানুষ। যদিও কুকুরটিকে আটক করতে সক্ষম না হওয়ায় সেই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। বৃদ্ধ থেকে শুরু করে যুবক, কেউ এই পাগল কুকুরের হাত থেকে রেহাই পায়নি এদিন। পাগল কুকুরের হাতে রক্তাক্ত হয়ে প্রত্যেককেই ছুটে যেতে হয় হাসপাতালে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ছুটে যেতে হয় জিবিতে। একসাথে এত সংখ্যক লোক পাগল কুকুরের কামড়ে রক্তাক্ত হওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কুকুরটিকে এখনো আটক করা যায়নি বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ