আগরতলা, ২৫ অক্টোবর: রাজধানী আগরতলায় এসে পৌছালেন ত্রিপুরার নতুন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নল্লু। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্তি দিয়েছেন। তিনি বুধবার বিকেলে ইন্ডিগোর বিমানে চেন্নাই থেকে কলকাতা হয়ে আগরতলার এমবিবি বিমানবন্দরে আসেন।
বিমানবন্দরে নতুন রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তারা সকলে নতুন রাজ্যপালকে ফুলের তোড়া এবং রিশা পরিয়ে স্বাগত জানান।
আগামীকাল বৃহস্পতিবার ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেবেন ইন্দ্র সেনা রেড্ডি নল্লু। তাকে শপথ বাক্য পাঠ করাবেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি। রাজভবনের দরবার হলে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এই সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইন্দ্র সেনা রেড্ডি নল্লু ত্রিপুরার সদ্যপ্রাক্তন রাজ্যপাল সত্য দেও নারায়ণ আর্য'র স্থলাবিশিষ্ট হলেন।
গত ২৩ অক্টোবর রাজভবনে বিদায়ী রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্যকে এক অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক সঞ্জয় মनক পুর, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী রাজ্যপালের পত্নী সরস্বতী দেবী উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ