আগরতলা, ৩ অক্টোবর : মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। প্রায় ১৫ লক্ষ টাকার নেশা সামগ্রীসহ তিন নেশা কারবারিকে আটক করে পুলিশ। সদর মহকুমার এসডিপিও দেবপ্রাসাদ রায় সংবাদ মাধ্যমকে জানান, গোপন খবরের ভিত্তিতে মহারাজগঞ্জ বাজার এলাকার সবচেয়ে কুখ্যাত নেশাকারবারি প্রদীপ দাস ওরফে নিরুকে জালে তোলতে সক্ষম হয় পুলিশ। তিনি আরো জানান দীর্ঘ দিন ধরে তাকে আটক করার চেষ্টা করা হচ্ছিলো, কিন্তু যত বার চেষ্টা চালানো হয় ততবার সে পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে তাকে জালে তোলা যায়। তিনি আরো জানান, তার কাছ থেকে ৩৫বোতল নিষিদ্ধ কফ সিরাপ করেক্স ৬৭২টি নেশার এস পি ট্যাবলেট পাওয়া যায়। সেই সঙ্গে তার মোবাইল ফোন এবং মোটর বাইক আটক করা হয়।
সেই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো দুই নেশাকারবারির নাম জানা যায় এবং তার সহযোগিতায় তাদের রাজধানীর আস্তাবল ময়দান এলাকা থেকে আটক করা হয়। তাদের নাম অজয় কুমার রায় ও মনীষ রায়। তাদের কাছ থেকে ব্রাউন সুগারের দুটি প্যাকেট উদ্ধার হয়। এগুলির ওজন প্রায় ২৫গ্রাম। এদিন উদ্ধারকৃত সামগ্রী গুলির বাজার মূল্য প্রায় ১৫লক্ষ টাকা বলে জানান এসডিপিও।
0 মন্তব্যসমূহ