Advertisement

Responsive Advertisement

শরৎকাল

 

                                          কল্যাণী ভট্টাচার্য

মেঘের ছটায় মেঘলা আকাশ
বাদল ঝরিয়ে ভিজিয়ে বাতাস। 
শরতের ঐ হিমেল পড়ে
পড়ল ভোরের শিশির ঝরে। 
টুপটাপ ঝুপঝাপ শিশিরের শব্দ
চারিদিকে ছেয়ে আছে হিমেল নৈঃশব্দ। 
খানিক পর যায় দেখা রোদের ঝিলিক
সেই সাথে নিল বিদায় মেঘের চিলিক। 
রাশি রাশি কাশফুল দোল খায় বনে
আগমনীর সাজ তখন জেগে উঠে মনে। 
চনমন চনমন চারিদিক খোলা
শরতের এই রূপ কভু যায় না তো ভোলা।

তারিখ- ২১/১০/২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ