আগরতলা, ৯ অক্টোবর : রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকা বেশ কিছু সংস্থার চেয়ারম্যান বদল করা হয় সম্প্রতি। সংস্থাগুলির নব নিযুক্ত চেয়ারম্যানদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবার পর ইতিমধ্যেই নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করতে শুরু করেছেন। সোমবার ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জওহর সাহা। আগরতলা এডিনগর এলাকার এমবি টিলাস্থিত কর্পোরেশনের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবেই চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিজেপি কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জহর সাহার নতুন পদে দায়িত্বভার গ্রহণ কালে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র তথা তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক কমপ্লেক্স কমিটির চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বর্নালি গোস্বামীসহ আরো অনেকে। হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করে এদিন জওহর সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের মানুষকে কৃষকদের আত্মনির্ভর করে তোলাটাই হচ্ছে অন্যতম প্রধান কাজ। প্রত্যেকের সহযোগিতা নিয়ে সরকারের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোটা এখন মূল লক্ষ্য। পাশাপাশি তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির যে সংকল্প নেওয়া হয়েছে পা পূরণে তিনি চেষ্টা করবেন বলে জানান।
0 মন্তব্যসমূহ