Advertisement

Responsive Advertisement

সারা ভারত খেতমজুর ইউনিয়নের ত্রিপুরা শাখার উদ্যোগে রাজ্যজুড়ে কালো দিবস পালিত

আগরতলা, ৩ অক্টোবর : উত্তর প্রদেশের লখিমপুরের খেরিতে ২০২১ সালের ৩ অক্টোবর কৃষক ও সাংবাদিক হত্যাকান্ড ঘটেছিল বলে অভিযোগ বামফ্রন্টের। এই ঘটনার জন্য দায়ী মোদী সরকারের স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনি। তার অপসারণ ও গ্রেপ্তারসহ অন্যান্য দাবিতে মঙ্গলবার দেশব্যাপী কালো দিবস পালন করছে বামফ্রন্ট এবং তাদের সহযোগী সংগঠন। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন সংযুক্ত কিষান মোর্চা ও অন্যান্য সংগঠনগুলি যৌথভাবে আগরতলা এই কর্মসূচি আয়োজন করে। 
এদিন বিকেলে রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকা থেকে মিছিল নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন বামপন্থী বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা। মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এসে শেষ হয় এবং সেখানে একটি সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সবার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা সহ অন্যান্য নেতারা। সভা শেষে নরেন্দ্র মোদীর কুশ পুতুল দাহ করা হয়। 
 মিছিলের শুরুতে পবিত্র কর সংবাদ মাধ্যমে সামনে দাবি করেন, উত্তর প্রদেশের লখিমপুরের খেরির ঘটনায় জড়িত রয়েছে বিজেপি জেড নেতা। তিন বছর হয়ে যাওয়ার পরও তাকে গ্রেফতার করা হয়নি এই ঘটনার জন্য। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে তুমি আরো জানান সারা রাজ্যের প্রতিটি জেলাতে এই দিনের এই কর্মসূচি পালন করা হয় 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ