Advertisement

Responsive Advertisement

শৌর্য্য জাগরণ রথযাত্রা বক্সনগর এলাকা পরিদর্শন করল

বক্সনগর, ১৩ অক্টোবর : বিশ্ব হিন্দু পরিষদের ৬০বছর পূর্তি এবং অযোধ্য রাম লালার মন্দির উদ্বোধন উপলক্ষে বজরংদলের পক্ষ থেকে শৌর্য্য জাগরণ রথযাত্রা বক্সনগর এলাকা। এই রথযাত্রা আজ বেলা ১১টায় বক্সনগর আর ডি ব্লকের বেলুয়ারচর বাজার থেকে মানিক্য নগর, বক্সনগর রাম ঠাকুর আশ্রম হয়ে, কলসিমুড়া রাধামাধব আশ্রম হয়ে, উত্তর কলমচৌড়া কালী মন্দির, থেকে মতিনগর রাস্তা ধরে সোনামুড়া মেলা ঘরে রথ যাবে, সেখানে হবে মূল প্রোগ্রাম। প্রত্যেক জাগায়তে সুনাতন ধর্মের পুরুষ এবং মহিলারা শ্রদ্ধা ভক্তিভরে মন্ত্র ধ্বনি, শঙ্কধনী উলুধ্বনি, পুষ্প দিয়েজাগরণ রাতের নমস্কার এবং প্রণাম জানিয়েছেন। এই মহতি শৌর্য জাগরণ এবং, বর্ণাঢ্য বাইক রেলি যুব ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়। উত্তর কলম চৌড়া কালী মন্দির কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ৮ ঘটিকা থেকে শৌর্য জাগরণ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কালী মন্দির প্রাঙ্গণে গীতা, ভাগবত পাঠ করা হয়, এবং সনাতন ধর্মের কৃষ্টি সংস্কৃতি সভ্যতার ঐতিহাসিক প্রেক্ষাপ নিয়ে আলোচনা করেন। গ্রন্থ পাঠক বিজয় কুমার শীল। আজকের এই জাগরণ রথ যাত্রার মূল উদ্দেশ্য হলো দেশ ধর্ম সমাজ সংস্কৃতি ও হিন্দু জীবন মূল্য রক্কার স্বার্থে যুবসমাজ এর মধ্যে গৌরব ও পরাক্রম জাগ্রত ও ভারত মায়ের প্রতি সমর্পিত যুবশক্তি ভারত মাকে, পরম বৈভবে প্রতিষ্ঠিত করাই হচ্ছে মূল লক্ষ্য । বিশ্ব হিন্দু পরিষদ সারা বিশ্বের সমস্ত ধর্মের জাতির সাম্প্রদায়ের কল্যাণ হোক সেই কামনায় নিকট করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ