Advertisement

Responsive Advertisement

লোকমান্য তিলক-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস মুম্বাই ও আগরতলার মধ্যে চলবে: পরিবহন মন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : এবার আগরতলার সাথে সরাসরি যুক্ত হচ্ছে দেশের বাণিজ্য রাজধানী মুম্বাই। ১২৫১৯/১২৫২০ লোকমান্য তিলক-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন থেকে এবার আগরতলা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে আগরতলা থেকে সরাসরি এই ট্রেনে করে মুম্বাই পৌঁছে যাওয়া সম্ভব হবে। গুয়াহাটি এবং আগরতলার মধ্যে স্টপেজ হবে আমবাসা, ধর্মনগর, বদরপুর, নিউ হাফলং, লুমডিং, হোজাই এবং চাপারমুখ স্টেশনে। আগরতলা-কামাখ্যা-লোকমান্য তিলক এক্সপ্রেস এখন বৃহস্পতিবার আগরতলা স্টেশন থেকে সকাল ৬ টায় শুরু হবে এবং শনিবার লোকমান্য তিলক স্টেশনে পৌঁছাবে বিকেল ৪:১৫ মিনিটে। ফিরতি যাত্রায়, ট্রেন এক্সপ্রেস রবিবার লোকমান্য তিলক স্টেশন থেকে সকাল ৭ঃ৫০ মিনিটে  ছাড়বে এবং মঙ্গলবার আগরতলা স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৭ঃ৫০ মিনিটে এসে পৌঁছাবে। শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন এর ফলে ত্রিপুরা রাজ্যের সাধারণ যাত্রীদের আরো সুবিধা হবে। মহাকরণের প্রেস কর্নারে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর সঙ্গে পরিবহন দপ্তরের সচিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ