আগরতলা, ৫অক্টোবর : ১০ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সারাদেশ জুড়ে প্রসার ভারতীতে কর্মরত একাংশ কর্মচারী বিক্ষোভ কর্মসূচি পালন করে। সারা দেশের সঙ্গে এদিন আগরতলার দূরদর্শন কেন্দ্রের সামনেও বিক্ষোভ প্রদর্শন করে কর্মচারীরা।
এদিন বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ ৫ অক্টোবর, ২০০৭ সালের পরে নিয়োগকৃত প্রসার ভারতী কর্মচারীরা বৈষম্যের সম্মুখীন হচ্ছেন। তাই তারা ৫ অক্টোবরকে কালো দিবস হিসাবে চিহ্নিত করতে প্রসার ভারতী সচিবালয়ে এবং আকাশবাণী এবং ডিডি-র সমস্ত প্রধান স্টেশনে লাঞ্চ আওয়ার গেট মিটিংয়ের আয়োজন করে।
তাদের ১০ দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল, পারিবারিক পেনশন বিধান বাস্তবায়ন। তাদের জন্য সমান পদোন্নতির সুযোগ দেওয়া ইত্যাদি।
0 মন্তব্যসমূহ