যতক্ষণ বিমান বন্দরে রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত নেতৃত্বদের রাজ্যের সাংগঠনিক বিষয়ে কিছু কথাবার্তা হয়েছে। ত্রিপুরা রাজ্যবাসীর খোঁজখবর নিয়েছেন। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর রাহুল গান্ধী ত্রিপুরা রাজ্যে দুদিনের জন্য আসবেন বলে আশ্বাস দিয়েছেন বলে বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন সুদীপ রায় বর্মন। তিনি আরো জানান রাহুল গান্ধী দুই দিন মিজোরামের বিভিন্ন জায়গায় প্রচার করবেন তারপর আবার আগরতলা হয়ে দিল্লী ফিরে যাবেন।
প্রদেশ কংগ্রেস ও প্রদেশ যুব কংগ্রেসের প্রতিনিধি থাকলেও তবে এদিন আশ্চর্যজনক ভাবে প্রদেশ মহিলা কংগ্রেসের কোন প্রতিনিধিকে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত করতে দেখা যায়নি। তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অথচ কংগ্রেসি ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের ব্যবস্থা দ্রুত চালু করার দাবি জানাচ্ছে। অথচ এই দিন দলের কেন্দ্রীয় নেতৃত্বে সঙ্গে দেখা করার জন্য একজন মহিলা নেতৃত্বকে সঙ্গে নেওয়ার প্রয়োজন মনে করেননি নেতারা!
0 মন্তব্যসমূহ