আগরতলা, ৭ অক্টোবর: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অব্যবহার্য সম্পদের রক্ষণাবেক্ষণ ও নিষ্পত্তির লক্ষ্যে রাজ্যে শীঘ্রই ‘রেকর্ড রিটেনশন অ্যান্ড ডিসপোজাল পলিসি' চালু হতে যাচ্ছে। এই পলিসির বিষয়বস্তু নিয়ে আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। মুখ্যসচিব জে কে সিনহা এই পলিসির বিষয়বস্তু সভায় বিস্তারিতভাবে তুলে ধরেন। সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রধান সচিব ও সচিবগণ এই পলিসির বিষয়বস্তুর উপর মতামত ব্যক্ত করেন। এই মতামত ও পরামর্শের উপর ভিত্তি করেই পলিসির বিষয়বস্তু সংশোধন ও সংযোজন করে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।
সচিবালয়ের এই সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব কে এস শেঠি, প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্রা, মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, রাজস্ব দপ্তরের সচিব পুনীত আগরওয়াল, আইন সচিব বিশ্বজিৎ পালিত, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা প্রমুখ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ