Advertisement

Responsive Advertisement

আগরতলা পুর নিগমের কর্পোরেট সান্তনা সাহা নিজে নবমীর পূণ্য লগ্নে ভাতৃসঙ্ঘ ক্লাবে অন্নভোগ বিতরণ করেন

আগরতলা, ২৩ অক্টোবর : সোমবার ছিল দুর্গাপূজার মহানবমী তিথি। এই তিথিতে প্রায় সব দুর্গাপূজা উদ্যোগতাদের তরফে অন্নভোগের আয়োজন করা হয় দেবীকে নিবেদন করা হয়। নবমীর পূণ্য লগ্নে ভাতৃসঙ্ঘ ক্লাবে তরফেও অন্নভোগের আয়োজন করা হয় ও এলাকাবাসী এবং সাধারণ মানুষ'র মধ্যে বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ১২নং ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা। তিনি নিজ হাতে সাধারণ মানুষের মধ্যে অন্ন ভোগ তুলে দেন। উৎসবের এই মুহূর্তে স্থানীয় জনপ্রতিনিধিকে কাছে পেয়ে খুশী ব্যক্ত করেন এলাকাবাসী। 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ