আগরতলা, ১৬ অক্টোবর : আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। মারুতি বোলেনো এবং পালসার মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। উড়ালপুলের হিমালয় হোটেল সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং দুইজনকে গুরুতর যখম অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠিয়েছে। মোটর সাইকেলের নম্বর TR.01AE.9719 এবং নতুন গাড়ি মারুতি বোলেনো। গাড়ির এখনো নাম্বার প্লেট পড়েনি। গাড়িটি ড্রপলেট থেকে আগরতলার দিকে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মোটর বাইকটি সংঘর্ষে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। রবিবার রাত এগারোটার পর দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ