আগরতলা, ৫ সেপ্টেম্বর : দায়িত্ব গ্রহণ করার পর তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিলেন ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডর চেয়ারম্যান টুটন দাস। বৃহস্পতিবার তিনি একাধিক জায়গা পরিদর্শন করেন। এদিন দূর্জনগর কো-অপারেটিভের গোডাউন এবং কোঅপারেটিভের ৫৪শতক জমি বেআইনি ভাবে দখল করে আছে কিছু লোক, তাছাড়া বাধারঘাট বিধানসভাযর অন্তর্গত চৌরঙ্গি লোকনাথ মন্দিরের বিপরীত দিকে বেআইনি ভাবে দখল করে বাড়ি বানিয়ে রেখেছে কিছু লোক। ওই সমস্ত এলাকা গুলি পরিদর্শণ করেন তিনি। অবৈধ দখলকৃত জায়গাগুলোকে কি করে পুনরুদ্ধার করা যায় তার জন্যও ইতিমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছেন তিনি।
দুর্জনগর কো-অপারেটিভের জায়গা জায়গায় ত্রিপুরা রাজ্য কো-অপারেটিভ কনজ্যুমার ফেডারেশন উদ্যোগে খুব দ্রুত পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন ও দোকান ঘর হতে যাচ্ছে সরকারের আয় বৃদ্ধি পাবে। পরিদর্শন কালে চেয়ারম্যানের সাথে ছিলেন কো অপারেটিভের সিই জয়ন্ত দেব্বর্মাসহ অন্যান্য আধিকারিকগণ।
0 মন্তব্যসমূহ