Advertisement

Responsive Advertisement

মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিজে গ্রাহকদের হাতে ভর্তুকি মূল্যের সরিষার তৈল দিয়ে প্রকল্পের সূচনা করেন

আগরতলা, ২৭অক্টোবর : ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে সরকারী ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সরকারী ভর্তুকি মূল্যে রান্নার কাজে ব্যবহৃত সরিষার তৈল সরবরাহ শুরু করে। এর অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার কয়েকটি ন্যায্য মূল্যের দোকানের নিজে উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে লক্ষ্মীপুজোর প্রাক মুহূর্তে সরকারী ভর্তুকি মূল্যে সঠিক গুণমান সম্পন্ন রান্নার কাজে ব্যবহৃত সরিষার তৈল তুলে দেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।  
 এ বিষয়ে তিনি জানান, শারদোৎসবের প্রাক্কালে রাজ্যের সহজ-সরল জনগণকে বিভ্রান্ত করতে ময়দানে নেমেছিল রাজ্যের উন্নয়নের বিরোধী, রাজনৈতিক ভাবে দেউলিয়া এবং নেতিবাচক মানসিকতার একটি চক্র! বিভিন্নভাবে তারা জনগণকে বিভ্রান্ত করেছিল। তিনি সবাইকে আশ্বস্ত করে এদিন আবারও বলছেন, আগামী দীপাবলী উৎসবের আগে রাজ্যের প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে উপভোক্তারা তাদের সরকারী ভর্তুকি মূল্যে প্রাপ্য সরিষার তৈল হাতে পেয়ে যাবেন বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।
ভর্তুকি মূল্যায়ন সরিষার তেল পেয়ে গ্রাহকরা খুশি ব্যক্ত করেন এবং রাজ্য সরকার ও মন্ত্রী সুশান্ত চৌধুরীকে ধন্যবাদ জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ