আগরতলা, ১৫ অক্টোবর: দুর্গাপূজার দিনগুলিতে রাজধানী আগরতলার শান্তি-শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে বিশেষ তৎপরতা শুরু করেছে রাজ্য পুলিশ। পূজার দিনগুলিকে সামনে রেখে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এরই অংশ হিসেবে রবিবার রাতে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে মদ বিরোধী অভিযান চালানো হয় পুলিশের তরফে। বাজারের বিভিন্ন গলির অবৈধ দেশি মদের ঠেকে হানা দেয় পুলিশ। বিভিন্ন ঠেক থেকে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার করা হয়।
এদিনের এই অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে নিজে। এবিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, প্রায় পাঁচশ লিটারের বেশি পরিমাণ দেশি মদ দোকানগুলি থেকে উদ্ধার করে নষ্ট করা হয়েছে। সেই সঙ্গে এর সঙ্গে জড়িত ১৪ জনকে আটক করা হয়েছে। আগামী দিনেও রাজধানীর অন্যান্য বাজার গুলিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
0 মন্তব্যসমূহ