Advertisement

Responsive Advertisement

খুনের ঘটনার অভিযোগের তিন মাস পর পুলিশের জালে মাস্টারমাইন্ড

আগরতলা, ৪অক্টোবর : খুনের ঘটনার অভিযোগের প্রায় তিন মাস পর পুলিশের জালে মূল মাস্টারমাইন্ড। ধৃত যুবকের নাম বিপ্লব দাস ওরফে বিষ্ণু। গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরনে জানা যায়, গত ২৯ জুন আগরতলা শহরতলী চন্দ্রপুর বলদাখাল এলাকায় পিটিয়ে খুন করা হয় নন্দন সরকার নামে এক যুবককে বলে অভিযোগ। চুরির অভিযোগে প্রকাশ্য দিবালোকেই নন্দনকে সেদিন খুন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কা জনক অবস্থায় নন্দনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তী সময়ে মৃত নন্দনের স্ত্রী খুনের অভিযোগ এনে পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথম দিকে তিনজনকে জালে তুলতে সক্ষম হয়। যারা এখনো জেল হেফাজতে রয়েছে। তবে এই খুনের ঘটনায় যুক্ত মূল মাস্টারমাইন্ডসহ আরো অনেকেই পলাতক ছিল। এর মধ্যেই পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বলদাখাল এলাকায় চাঞ্চল্যকর খুনের ঘটনায় মূল মাস্টারমাইন্ড বিপ্লব দাস ওরফে বিষ্ণুকে জালে তুলতে সক্ষম হয়। বুধবার পুলিশি রিমান্ডে মূল অভিযুক্তকে আদালতে তুলে পুলিশ। থানার ওসি রানা চ্যাটার্জি জানান মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে খুব শীঘ্রই বাকি অন্যদের জালে তুলবে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ