অয়ন নাগ, ধর্মনগর, ২৭ অক্টোবর : উত্তর জেলার শনিছড়া এলাকায় একটি বাড়ি থেকে বিরল প্রজাতির কিং কোবরা সাপ উদ্ধার। এটি প্রায় আট ফুট লম্বা। পানিসাগর মহকুমার জুরি ফরেস্ট প্রটেকশন ইউনিটের বন কর্মীরা পরে বাড়ী থেকে উদ্ধার করে। জানা গেছে বিরল প্রজাতির সাপটি দেখতে পেয়ে প্রথমে খবর পাঠানো হয় শনিছড়া ফরেস্ট বিট অফিসে। শনিছড়া বিট অফিসে সাপ উদ্ধারের কোন সামগ্রী না থাকায় খবর পাঠানো হয় পানিসাগর জুরি স্থিত ফরেস্ট ইউনিটে। জুরি ফরেস্ট কর্মীরা ছুটে গিয়ে কদমতলা থেকে স্নেক্স সেভার কাজল নাথকে দিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে রৌয়া অভয়ারণ্যে।জনবহুল এলাকায় বিরল প্রজাতির কিং কোবরা সাপ উদ্ধারে গোটা শনিছড়া এলাকা চাঞ্চল্য বিরাজ করছে।
0 মন্তব্যসমূহ