আগরতলা, ২১অক্টোবর: শারদ উৎসবে যাতে সকলের মুখে হাসি ফুটে এইজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। মহা সপ্তমীর দিন তিনি ৬নং আগরতলা মন্ডলের একাধিক জায়গায় দোস্ত অংশের মানুষের মধ্যে শাড়ি বিতরণ করেন। এদিন সব মিলিয়ে তিনি মোট ১,০০০ টি শাড়ি বিতরণ করেন। এদিন এই কর্মসূচিতে তার সঙ্গে মন্ডলের স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণ শেষে সংবাদ মাধ্যমকে জানান, আগরতলা মন্ডলের মোট তিনটি এলাকায় এদিন বস্ত্র বিতরণ করেন। এই জায়গাগুলি হল রাধানগর, চন্দ্রপুর আইএসবিটি এবং কুমারীটিলা সংলগ্ন বিটি ট্রেনিং কলেজে। পূজার দিনগুলিতে যাতে সকলে আনন্দে কাটাতে পারে। দেবী দুর্গা সকলের মধ্যে খুশি নিয়ে আসেন তাই দুস্থ অংশের মানুষের মুখে একটুখানি হাসি ফুটিয়ে তোলার জন্য তার এই প্রয়াস বলে জানান পাপিয়া দত্ত। এদিন মন্ডলের অন্তর্গত ৮ টি ওয়ার্ড এর মোট ১০০০ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ