Advertisement

Responsive Advertisement

ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল জন্মদিনে উদ্যোগে খাদ্য বস্ত্র মিষ্টি বিতরণ

বক্সনগর, ১৭ অক্টোবর : ভারতরত্ন  প্রাক্তন রাষ্ট্রপতি ড: এপিজে আব্দুল কালামের ৯৩ তম জন্মদিন উপলক্ষে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচীরা আয়োজন করা হয়। জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম ও মাদ্রাসায় খাদ্য সামগ্রী, বস্ত্রসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে। আগরতলা, বিশালগড় ও কৈলাশহরে এই কর্মসূচি পালন করা হয়। আগরতলা বড়জলা আপনা ঘর বৃদ্ধাশ্রমে ৬০জন বৃদ্ধা মায়েদের জন্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আশ্রম কতৃপক্ষের হাতে। সেখানে উপস্থিত ছিলেন ওএনজিসি ফাস্ট লেডি হার্শিনি কানহেকার, বিশিষ্ট সমাজ সেবি অসীম ভট্টাচার্য ও জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশ্রব মিয়া ওরফে জালাল মিয়াসহ আরো অনেকে।
সেখানে প্রত্যেক বৃদ্ধা মাকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর আগরতলা আমতলীস্থিত অনাথ আশ্রমে অনাথ শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ এবং কয়েজন বৃদ্ধা মায়ের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। বিশালগড় মাদ্রাসা ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় টুপি এবং বস্ত্র। কৈলাশহর টিলাবাজার এলাকায় দরিদ্র অংশের পুরুষ ও মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি এবং লুঙ্গি। এই ভাবে দিনভর নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মিসাইলম্যানের জন্ম দিনটি উৎযাপিত হয়। আগামি দিনে এই ধরনের কর্মকাণ্ড আরো বৃহৎ আকারে করার ইচ্ছা রয়েছে বলে জানান ফাউন্ডেশনে র চেয়ারম্যান আলী আস্রব মিয়া ওরফে জালাল মিয়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ