Advertisement

Responsive Advertisement

উৎসাহী উদ্যগীদের নিয়ে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মশালা


আগরতলা, ১২ অক্টোবর: দেশের প্রতিটি রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থানের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এ কিভাবে কেন্দ্র সরকারের সকল কর্মসূচি চলছে ত্রিপুরাতেও। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম তথা টিআইডিসি'র উদ্যোগে রাজধানীর হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনফারেন্স হলে রাজ্যের উৎসাহী উদ্যগীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এদিনের আয়োজিত কর্মশালায় একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, অভিনব এই উদ্যোগে শতাধিক কর্মসংস্থানমুখী যুবক যুবতী অংশ গ্ৰহণ করেন।
এদিনের এই কর্মশালায় মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন টিআইডিসি'র চেয়ারম্যান নবাদল বণিক, বিশিষ্ট উদ্যোগী রতন দেবনাথ সহ অন্যান্যরা। নবাদল বণিকও বক্তব্য রাখতে গিয়ে যুবক-যুবতীদের উৎসাহিত করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ