ধর্মনগর, ১৫অক্টোবর : পুজো আসতে ধর্মনগর কে নেশা মুক্ত করতে মাঠে নেমে পড়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে মত বিরোধী অভিযানে না নামলেও উত্তর জেলা পুলিশ আধিকারিক যেভাবে নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছেন সাফল্য কুড়িয়ে নিচ্ছেন সেই দিকে লক্ষ্য রেখে ধর্মনগর থানা এবার মাঠে নেমেছে। অভিযান করতে গিয়ে কাউকে জানেনা উঠাতে পারলেও থানার কিভাবে মুনাফা হবে সেই দিকে বিচার বিবেচনা করে প্রতিমাসে থানায় হাপ্পা দিয়ে রাজবাড়ির মুকুন্দ সিং ব্যবসা করে যাচ্ছে। যে টাকা দিয়ে মুকুন্দ সিং থানা কে মেনেজ করে সেই টাকাকে বৃদ্ধি করতে স্বর্গ হস্ত পুলিশ ৬৫ বদল মদ বাজেয়াপ্ত করে মুকুন্দ সিং কে থানায় তুলে নিয়ে আসলো। সাধারণ মানুষের বক্তব্য দীর্ঘদিন ধরে যখন মুকুন্দ সিং রাজবাড়ী এলাকাতে ব্যবসা করে যাচ্ছে এতদিন পুলিশ কোথায় ছিলেন বহুবার ওনার নামে অভিযোগ থাকা সত্ত্বেও কেন মুকুন্দ সিংহে আগে আটক করা হয়নি এর থেকে পরিষ্কার মাসিক টাকাটা বৃদ্ধি করতেই কাস্টমার এর উপর থানার অর্ঘ্য হস্ত। আসলে যারা ব্যবসা করে যাচ্ছে মদের সঙ্গে ট্যাবলেটও বিক্রি করছে তাদের কাছে পৌঁছা কিন্তু পুলিশের সাধ্যে নেই তাই কর্তব্য পালন করতে এখন দীর্ঘদিনের হত্যা প্রদানকারী কে আটক করে নিজেদের কর্তব্যের বাহবা কুড়াচ্ছে এজন্য একটি হাসির খুরাক হয়ে দাঁড়িয়েছে জনগণের মধ্যে
0 মন্তব্যসমূহ