Advertisement

Responsive Advertisement

ট্রেনে করে ত্রিপুরায় প্রবেশ করল ১০০টি শুকর, যা বেআইনি দাবী এআরডিডির ডেপুটি ডাইরেক্টর

অয়ন নাগ, ধর্মনগর, ১২ অক্টোবর : ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কড়া নির্দেশ বহি:রাজ্য থেকে শুকর এই রাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ বহি:রাজ্যে শূকর গুলির মধ্যে যে রোগ রয়েছে তাতে আক্রান্ত হলে রাজ্যের শুকর ফার্ম গুলি ধ্বংস হয়ে যাবে। কিন্তু বুধবার রাতে দিল্লি থেকে আগত ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে ১০০টিশু বেশী শুকর রাজ্যে প্রবেশ করল। খবর পেয়ে এআরডিডি'র ডেপুটি ডাইরেক্টর ড. রাধেশ্যাম দাস প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন এবং আরপিএফ'র সাথে যোগাযোগ করেন। কিন্তু সময় কম থাকার কারণে শুকর গুলি আগরতলায় চলে যায়। এই বিষয়ে তিনি জানান, আগরতলা যাওয়ার পর এই শুকর আমদানিকারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বহি:রাজ্য থেকে শুকর আনা এখানে পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু ট্রেনে করে শুকর আসার অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এই প্রথমবারের মতো ট্রেনে করে রাজ্যে শুকর প্রবেশ করল। বহি:রাজ্যে শুকরের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ দেখা দিয়েছে। তাই রাজ্য সরকার এর বিরুদ্ধে কঠোর নির্দেশ জারি করেছে।
সরকারি নিয়ম অনুযায়ী বহি:রাজ্য থেকে এখন কোন শুকর আসলে সেগুলিকে পুশ ব্যাক্ করে দেওয়ার নিয়ম রয়েছে। এদিকে যারা সরকারি ঋণ গ্রহণ করে শূকরের ফার্ম চালাচ্ছেন তারা রাজ্যে এই ভাবে শুকর প্রবেশে আতঙ্কিত হয়ে পড়েছে। যদি কোন ভাবে সেই শুকর গুলি থাকে তাদের ফার্মের শুকর সংক্রামিত হয় তাহলে মড়ক লেগে যাবে এবং ব্যবসায়ীরা ঋণের টাকা দিতে না পেরে পথে বসে যাবে। উল্লেখ্য সরকারি ঋণ গ্রহণ করে অনেকেই এই রাজ্যে শুকর পালনের মাধ্যমে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ