Advertisement

Responsive Advertisement

আগরতলা পৌর নিগমের প্রধান কার্যালয়ে সামনে সদর জেলা কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

আগরতলা, ৭অক্টোবর : আগরতলা পুরনিগমের সম্পদকর বৃদ্ধির সিদ্ধান্ত'র প্রতিবাদ ও শহর সৌন্দর্য্যায়ানের নামে ছোট ব্যবসায়ী, হকারদের উপর আক্রমনের বিরুদ্ধে সদর জেলা কংগ্রেস কমিটি শনিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল নিয়ে বের হয় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পৌর নিগমের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সঙ্গে একটি ডেপুটেশনও তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান মিয়া, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, নেত্রী রূপা দাসরায় সহ বিভিন্ন গণসংগঠনের কর্মীরা।
রাজ্য সরকার ও আগরতলা পৌরনিগম এবারের বাজেটে নতুন কোন কর আরোপের প্রস্তাব কিংবা সিদ্ধান্ত নেই। যা রাজ্যবাসীকে অনেকটা স্বস্তি এনে দিয়েছিল। কিন্তু এই স্বস্তি যেন এখন অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আগরতলা শহরবাসীর মনে। পৌরনিগমের বাজেটে কর বৃদ্ধির কথা উল্লেখ না থাকা সত্ত্বেও, নিগমের আয় উপার্জনের নাম করে সম্পদ করের নোটিশ এখন ধরিয়ে দেওয়া হচ্ছে শহরের প্রতিটি বাড়িতে বলে অভিযোগ কংগ্রেসের। নিগমের তরফে দেওয়া সম্পদ করের নোটিশ পেয়ে এখন অনেকেরই মাথায় হাত। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকদের অবস্থা সবচেয়ে বেশি করুন আকার ধারণ করেছে। কোন ধরনের তথ্য সংগ্রহ না করে পৌরনিগম যেভাবে সম্পদ করের নোটিশ প্রদান করে ,তাতে দেখা যায় করের পরিমাণ এক লাফে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যা দেখে অনেকেই এখন হতবাক। অধিকাংশ মানুষের পক্ষেই এই নির্ধারিত কর প্রদান করা সম্ভব হবে না। তাই পৌর নিগমের এই সম্পদ করের নোটিশের প্রতিবাদে সোচ্চার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার এর বিরুদ্ধে রাস্তায় নামলেন সদর জেলা কংগ্রেস কমিটি। আগরতলা পৌরনিগমের সম্পদকর বৃদ্ধির সিদ্ধান্ত ও পুনর্বাসনের ব্যবস্থা না করে শহর সৌন্দর্যায়নের নামে হকারদের উচ্ছেদ করার প্রতিবাদে এবার রাস্তায় নামল কংগ্রেস কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার কংগ্রেস দলের কর্মীরা সম্পদ করের নোটিশ প্রত্যাহার এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করার দাবিতে আগরতলা পৌরনিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস। বেশ কিছু সময় বিক্ষোভ চলার পর প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধিদল পৌরনিগমের আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কংগ্রেস দল প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ