অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, আপনারা সবাই অনেক ভাল ভাল শাড়ি পরেন। তারপরও যখন কেউ উপহার হিসেবে শাড়িতে তখন আলাদা একটা অনুভূতি হয়। দুর্গাপূজার অন্তত একটা দিন যাতে সকলে একই ধরনের শাড়ি পরেন এই আহবান রাখেন কেন্দ্রীয় মন্ত্রী।
পাশাপাশি তিনি আরো বলেন, নির্বাচনের আগে আশ্বাস দেওয়া হয়েছিল আশা কর্মীদেরকে ২,০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। ইতিমধ্যে এক হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। এর অর্থ হচ্ছে প্রতিশ্রুতি মত কাজ শুরু হয়ে গিয়েছে। এই টাকা পাঁচ হাজার পর্যন্ত পৌঁছানোর আন্দোলন চলবে এবং তিনি পাশে থাকবেন বলে এদিন আবারো দৃঢ়তার সঙ্গে আশ্বাস দেন।
কেন্দ্রীয় মন্ত্রী যখন আশা কর্মীদের হাতে পুজোর উপহার হিসেবে শাড়ি গুলি তুলে দেন তখন অনেকেই আবেগে তাকে জড়িয়ে ধরেন। এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গার আশা কর্মীরা অংশ নিয়েছিলেন।
0 মন্তব্যসমূহ