আগরতলা, ১৪ অক্টোবর : মহালয়ার দেবীপক্ষের পুণ্যলক্ষ্যে রাজধানী আগরতলার বড়দোয়ালী এলাকার মা ঊষা চেরিটেবল ট্রাস্ট এবং লায়ন্স ক্লাব রাজধানী আগরতলা যৌথ উদ্যোগে এক মেগা স্বাস্থ্য ও বস্ত্র দান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই স্বাস্থ্য শিবিরটি কমলা সাগর চা বাগান বাজারে আয়োজন করা হয়। চা বাগানের কর্মরত মহিলা শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। সেই সঙ্গে স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা শারীরিক নানা পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। যাদের রক্ত পরীক্ষার প্রয়োজন হয় চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে তাদের রক্ত পরীক্ষা করে দেওয়া হয় বিনামূল্যে। এদিন সব মিলিয়ে ১৮০ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।
শিবিরের উপস্থিত ছিলেন "মা ঊষা চেরিটেবল ট্রাস্ট" এর সম্পাদক ডা সুশান্ত রায়, ত্রিপুরার চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট সমীর ঘোষসহ ট্রাস্ট এবং লায়ন্স ক্লাবের সদস্য সদস্যারা। এই প্রসঙ্গে উল্লেখ কর যে মা ঊষা চেরিটেবল ট্রাস্ট সারা বছর রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে। মানুষের সুস্থতাই এই ট্রাস্টের মূল মন্ত্র।
0 মন্তব্যসমূহ