Advertisement

Responsive Advertisement

আগরতলার রাস্তার উপর নির্মাণ করা প্যান্ডেল সরিয়ে নিচ্ছে পুর নিগম

আগরতলা, ৩অক্টোবর: আগের বছর গুলির মতো এবছর সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করে আগরতলা শহরের যেখানে সেখানে দূর্গাপূজার প্যান্ডেল তৈরী করা সম্ভব হবে না। সাধারণ মানুষের যাতে কোন ধরনের অসুবিধা না হয় এই বিষয়টি ভাবনায় রেখে তৈরী করতে হবে পূজার আয়োজন। তাই ইতিমধ্যে কঠুর হয়েছে আগরতলা পুরনিগম। পূজার আয়োজকদের জন্য যাতে সাধারনের সমস্যা না হয় তার জন্য আগে থেকে শতর্ক নিগম। এই বিষয়টি গুরুত্ব দিয়ে ইতিমধ্যে পর্যবেক্ষণ শুরু করেছে নিগম। 
এবছর দূর্গা পূজাকে কেন্দ্র করে রাজধানীর যে সকল ক্লাবসহ সার্বজনীন পূজা উদ্যোক্তারা বেআইনিভাবে রাস্তা দখল করে প্যান্ডেল, আলোকসজ্জা এবং তূরন তৈরি করেছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে আগরতলা পুরনিগম। মঙ্গলবার আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের তরফে রাজধানীর দুর্গা চৌমুহনী  থেকে কের চৌমুহনী এলাকার মধ্যে অভিযান চালানো হয়। পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক জায়গায় উদ্যোক্তারা অস্থায়ী পরিকাঠামো নির্মাণ করেছে। এদিন কয়েকটি জায়গায় পুর নিগমের কর্মীরা অবৈধ ভাবে নির্মাণ করা প্যান্ডেল ভেঙ্গে ফেলে। আবার কিছু কিছু উদ্যোক্তা এই অভিযান দেখে নিজেরাই তাদের অবৈধ নির্মাণ খুলে ফেলেন। পুর নিগমের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান, মানুষের অসুবিধার কথা চিন্তা করে নিগম ইতিমধ্যে আয়োজকদের এগুলি সরিয়ে নিতে আবেদন জানানো হয়েছে। অনেকেই আলোচনার ভিত্তিতে পরিকাঠামো নিজেরাই সরিয়ে নিয়েছেন। যারা সারাননি এগুলি নিগম তোলে নিচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে পূজাকে কেন্দ্র করে। যেখানে এই ধরনের বেআাইনি নির্মাণ দেখা যাবে গুঁড়িয়ে ফেলা হবে বলে জানান তিনি।
পুর নিগমের এই উদ্যোগে পূজার দিন গুলিতে মানুষের অসুবিধা অনেকটাই কম হবে বলে অভিমত স্বচেতন মহলের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ