Advertisement

Responsive Advertisement

পুলিশের তৎপরতায় ২৪ঘন্টার মধ্যে আটক গণধর্ষনের অভিযুক্ত তিন যুবক

তেলিয়ামুড়া, ২৯অক্টোবর: গনধর্ষনের শিকার এক নাবালিকা, এই অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের তৎপরতায় গ্রেপ্তার তিন অভিযুক্ত। ঘটনা  লক্ষ্মীপূজার রাতে ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানাধীন এলাকায়। ঘটনার বিবরণে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা জানান। শনিবার রাতে মুঙ্গিয়াকামি থানা এলাকার দুই জনজাতি নাবালিকা ও এক নাবালক ছেলে পুজোর প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় এলাকার তিন যুবক রাস্তায় তাদের আটকায়। ভয় দেখিয়ে এদের মধ্যে একটি মেয়েকে তুলে জঙ্গলে নিয়ে যায়। সেখানে গনধর্ষন করে নাবালীকা মেয়েটিকে বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা ঘটনা জানতে পেয়ে মুঙ্গিয়াকামী থানায় মামলা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা। পুলিশ মামলা নিয়েই তদন্তে নেমে অভিযুক্ত তিন যুবককে আটক করতে সক্ষম হয়। অভিযুক্ত তিন যুবকের বাড়ি গয়াংফাং, কল্যান পুর বলে জানান এসডিপিও। সোমবার আদালতে সোপার্দ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা। এদিকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন যুবকের গ্রেফতারের খবরে এলাকাতে পুলিশি ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছে স্থানীয় বাসীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ