আগরতলা, ১১অক্টোবর: রাজ্যের বিদ্যুৎ বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির দাবিতে এবং বিদ্যুৎ মাসুর বৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড আগাম কোন ধরনের ঘোষণা ছাড়াই অস্বাভাবিক হারে রাজ্যের বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে, যার ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন বলে অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। পাশাপাশি সারা রাজ্য জুড়ে অস্বাভাবিক ভাবে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। লোডশেডিং এর ফলে মানুষের দৈনন্দিন জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলেও কংগ্রেসের অভিযোগ।
অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার এবং রাজ্যে বিদ্যুৎ পরিষেবাকে স্বাভাবিক করার দাবিতে বুধবার সারা ত্রিপুরা জুড়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে কংগ্রেস। এদিন তাদের মূল কর্মসূচীটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার বুথুরিয়া এলাকার বিদ্যুৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড প্রধান কার্যালয়ের সামনে। সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে মিছিল করে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে গিয়ে পৌঁছানো হয় এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এক প্রতিনিধি দল নিগমের অফিসে গিয়ে নিগমের ডিরেক্টর সঞ্জীব সিং ডোগরা'র হাতে তাদের দাবি সনদ তুলে দেন।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, ত্রিপুরা প্রদেশ মহিলা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, প্রদেশ যুবক কংগ্রেসের রাখু দাস, প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান মিয়া, নেত্রী রূপা দাস রায়, প্রিয়াঙ্কা দে সহ অন্যান্যরা।
এদিন আগরতলার পাশাপাশি কংগ্রেস কর্মীরা রাজ্যের মোট ৯টি সংঘঠনিক জেলাতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন।
এদিন ডেপুটেশন শেষে বেরিয়ে আসার সময় সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সংবাদ মাধ্যমকে বলেন, সাধারণ মানুষের অসুবিধার বিষয় নিয়ে তারা দীর্ঘ সময় বিদ্যুৎ নিগমের আধিকারিকের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তিনি তাদের দাবি দাবা এবং প্রশ্নের সঠিক কোন জবাব দিতে পারেননি। তবে তারা জানিয়ে এসেছেন যে যদি সাধারণ মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ হয় বিদ্যুৎ নিগম, তবে আগামী দিনে তারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে যাবেন। অপরদিকে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন সাধারণ মানুষের কোন চিন্তা না করে মর্জি মতো বিদ্যুৎ মাহফিক বৃদ্ধি করা হয়েছে।
0 মন্তব্যসমূহ