Advertisement

Responsive Advertisement

ধনতেরাস উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স ৩ থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত কেনাকাটায় বিশেষ অফার দিয়েছে


আগরতলা, ১নভেম্বর : ত্রিপুরা রাজ্যের অন্যতম স্বর্ণশিল্প প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স রাজ্যের সকলকে শুভ বিজয়ার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে। স্বর্ণকমল জুয়েলার্স প্রতিবছর এর মত আগামী ৩ নভেম্বর থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত শুরু হবে ধনতেরাস ধনসমৃদ্ধি। এই উৎসব উপলক্ষ্যে থাকবে নানা চমক। প্রতিটি কেনাকাটায় স্বর্ণমুদ্রা (১৫ গ্রামের উর্দ্ধে সোনার গহনা ও ৩০ হাজার উর্দ্ধে হীরের গয়না কেনাকাটায়) সাথে হীরের গহনা কেনাকাটায় লাকিড্র তে মালয়সিয়া ভ্রমের সুবর্ণ সুযোগ। হীরের গয়নার মজুরীতে ১০০% ছাড় ও সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে ২৫০টাকা ছাড় অথবা সোনার গহয়ার মজুরীতে ২৫ছোড়। মেগা লাকি-ড্রতে ৪০ গ্রাম সোনার গয়না ও প্রতিদিন লাকি ড্রতে ৩টি স্বর্ণমুদ্রা। এছাড়াও হীরের গয়নার সবচাইতে বড় প্রদর্শনী ও কেনাকাটায় সুবর্ণ সুযোগ।
বুধবার হরিগঙ্গা বসাক রোডে, শোরুমে এই বিষয়ে অবগত করেন প্রতিষ্ঠানের কর্ণধার গোপাল চন্দ্র নাগ মহাশয় ও সাথে ছিলেন জয় নাগ ও দিবাকর নাগ, তারা সকলেই ত্রিপুরাবাসীকে শুভ দিপাবলীর আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ