Advertisement

Responsive Advertisement

জাতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে আগরতলায় রক্তদান শিবির অনুষ্ঠিত

আগরতলা, ৯ নভেম্বর : প্রতি বছরই ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সমবায় সপ্তাহ উদযাপন করা হয়। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজ্য সমবায় দপ্তরে উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী জানান, সমাজের আর্থিক বিকাশে সমবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিবছর ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী সমবায় সপ্তাহ পালন করা হয়। এই উপলক্ষে সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের এই ধরনের সামাজিক কর্মসূচি পালনের জন্য অভিনন্দন জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এই দিন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতীয়া রক্তদান শিবির পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে পর বিজেপি-আইপিএফটি জোট সরকার রাজ্যে আসার পর থেকেই জনগনের উন্নয়নে কাজ করে চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার আহবানে সাড়া দিয়ে সরকারি ও বেসরকারি ভাবে রক্তদান শিবিরের কর্মসূচি ব্যাপক হারে রাজ্যে জুড়ে চলছে পাশাপাশি তিনি রক্তদান কর্মসূচিতে সমস্ত অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন। এদিনের রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ