Advertisement

Responsive Advertisement

দ্বিতীয়বারের মতো আগরতলায় অনুষ্ঠিত হবে হেরিটেজ ফেস্ট


আগরতলা, ২১নভেম্বর : অন্যান্য বছরের ন্যায় এবছরও আগরতলায় অনুষ্ঠিত হবে হেরিটেজ ফেস্ট। আগামী ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই উৎসবের আয়োজন করা হবে। যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে হবে এই উৎসব। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজকদের তরফে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান দেবাশীষ মজুমদার। তিনি আরো জানান এবছরের এই উৎসবে দেশের ২৫টি রাজ্য থেকে যুবক-যুবতীরা অংশ নেবেন এবং তাদের নিজ নিজ সংস্কৃতি সকলের সামনে তুলে ধরবেন। পাশাপাশি নেপাল ভুটান বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা অংশ নেবেন। সে বছর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 
ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতি এবং ঐতিহ্যকে দেশের অন্যান্য জায়গা এবং বিশ্বের সঙ্গে মিলন ঘটানো হচ্ছে এই উৎসবের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী এর আনুষ্ঠানিক সূচনা করলে। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানের রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে যুব বিকাশ কেন্দ্রের অন্যান্য পরিচালকরাও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ