আগরতলা, ২৩ নভেম্বর : বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত লংকামুড়ার ভূমিহীন কলোনি এলাকায় জলের সেচ পাম্প মেশিনের উদ্বোধন হলো । এর উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডা দিলীপ কুমার দাস, দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা।
পাম্প মেশিনের উদ্বোধন করে মেয়র বলেন, এলাকাটি আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন হওয়ায় কাঁটাতারের উভয়দিকে বসবাসকারী প্রায় ৩০০টি পরিবার দীর্ঘদিন ধরে জল কষ্টে ভোগ ছিলেন, অবশেষে তার সমাধান হলো। ওয়াটার রিসোর্স এর উদ্যোগে জলের এই উৎসটি তৈরি করা হয়েছে। ২৫ লক্ষ টাকা ব্যায়ে মেশিনটি বসানো হয়েছে। এই এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে প্রাক্তন বিধায়ক ডা দিলীপ কুমার দাস দায়িত্বে থাকা কালীন সময়ে সাধারণ মানুষের জলের সমস্যার বিষয় সম্পর্কে অবগত হন এবং তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন এই এলাকার মানুষের চাষের জন্য জলের সমস্যা সমাধানের জন্য। এর প্রেক্ষিতে পাম বসানোর কাজ শুরু হয়। পাম্পটি সাধারণ মানুষের জন্য চালু করা হলো। এই উদ্যোগ গ্রহণ করার জন্য মেয়র প্রাক্তন বিধায়ককে ধন্যবাদ জানান। মেয়র আরো বলেন এর আগে সাধারণ মানুষ চাষ বাসের জন্য সারা বছর বৃষ্টির জলের উপর নির্ভরশীল ছিলেন। এখন পাম্প স্থাপনের ফলে কাঁটাতারের বেড়ার উভয় দিকের মানুষ চাষবাসের জন্য পর্যাপ্ত পরিমাণ জল পাবেন। হলে তারা যেকোনো সময় চাষবাস করতে পারবেন। সেই সঙ্গে সকলের প্রতি আহ্বান রাখেন সরকারি সম্পত্তি যাতে সকলের যত্ন সহকারে ব্যবহার করে এবং রক্ষণাবেক্ষণ করে। বর্তমান সরকার এবং পুর নিগম মানুষের জন্য নিয়মিত কাজ করছে। আগামী দিনের সরকার মানুষের জন্য নানা উন্নয়ন মূলক কাজ করবে।
0 মন্তব্যসমূহ