আগরতলা, ৬ নভেম্বর: না ফেরার দেশে পাড়ি দিলেন প্রদেশ কংগ্রেস নেত্রী বীনা চৌধুরী। সোমবার সকালে তার মৃতদেহ শেষবারের মত আগারতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সামনে নিয়ে আসা হয়। সেখানে তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তীসহ দলের অন্যান্য নেতাকর্মী। সেই সঙ্গে দলীয় পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয় মৃত দেহ।
মৃত বীনা চৌধুরী ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের এবং রামনগর ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী। সেই সঙ্গে তারা মৃত নেত্রীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ