Advertisement

Responsive Advertisement

সরকারের সমালোচনায় মুখর বিরোধী দলনেতা

আগরতলা, ২১ নভেম্বর : কিছু দিন বিরত থাকার পর আবার নানা ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করলেন ত্রিপুরা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। মঙ্গলবার বিকেলে বিধানসভা ভবনে বিরোধীদল নেতার অফিসে এক সাংবাদিক সম্মেলন করে তিনি সরকারের সমালোচনা করেন। এদিন তার সমালোচনার মূল টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। বিরোধী দলনেতার অভিযোগ মুখ্যমন্ত্রী নিজের হাতে প্রচুর দপ্তর নিয়ে রেখেছেন, যে কারণে তিনি সবকটি দপ্তরকে তদারকি করতে পারছেন না সঠিক ভাবে। কিছু কিছু আমলারা মুখ্যমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করছে বলে অভিযোগ করেন। যার ফলস্বরূপ রাজ্যের মানুষের উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
সেইসঙ্গে তিনি আরো বলেন তিপ্রামথা দলের শক্তি নিয়ে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে তিনি এদিন সতর্ক করে বলেন, যদি তিপ্রামথা লাগাতর আন্দোলনে নামে তাহলে ত্রিপুরা রাজ্যের অবস্থা নাজেহাল হয়ে যাবে। দ্রব্যমূল্য আকাশছোঁয়া হবে। তিনি এদিন রীতিমতো হুমকিস্বরে বুঝিয়ে দিতে চেষ্টা করেন তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করলে ফল ভালো হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ