পঞ্চায়েতের বিভিন্ন বেনিফিসিয়ারী প্রদানের নামে, বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতীয় নথিপত্র করে দেওয়া, এমনকি সীমান্তে পাচার বানিজ্যের গড ফাদার হিসেবেও পরিচিত হয়ে উঠেন বলে অভিযোগ রয়েছে। এমন সব অপকর্মের পাশাপাশি নারী সংক্রান্ত একাধিক ঘটনায় জড়িত ছিল যুব নেতা জিমুল। নিজের প্রতিবেশী কোনো এক প্রবাসী ব্যক্তির স্ত্রী'র সাথে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি স্থানীয় কলমচৌড়া থানায় মামলাও হয়। যদিও পরবর্তীতে সালিশী সভার মাধ্যমে তা প্রাথমিক নিষ্পত্তি হলেও বর্তমানে সেই দম্পতি বিচ্ছেদের পথে। যার ফলে এমন সব অভিযোগে স্থানীয়রা জন স্বাক্ষর করে লিখি তভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা দেয়। ফলে একদিকে পরকীয়ার সালিশী সভা এবং অপরদিকে নানান অপকর্মের জনসাক্ষর সম্বলিত অভিযোগ পত্র, এসব মিলিয়ে এলাকার জনগণ নেতার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় এক প্রকার মুখ লজ্জায় গত প্রায় দুই মাস ধরে গৃহবন্দি অবস্থায় ছিল। নানা অভিযোগের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। জিমুল হকের বিরুদ্ধে ৩৮৪/৫০৫/৪২০ ধারায় মামলা নিয়ে তাকে সোনামুড়া আদালতে প্রেরন করে।
0 মন্তব্যসমূহ