Advertisement

Responsive Advertisement

নিখোঁজ গৃহবধূকে ফিরেপেতে সংবাদমাধ্যমের দারস্ত হলেন অসহায় সন্তান ও গৃহবধূর স্বামী


বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর ||ঘটনার বিবরনে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সুভাষ কলোনী এলাকার বাসিন্দা মধুসূধন সরকারের সহধর্মীনি বিজয়া দশমীর পরের দিন থেকে নিখোঁজ। জানা যায় নিখোঁজের আগে গৃহবধূ পাশ্ববর্তী একটি ঠাকুরের আশ্রমে গিয়ে ছিলো। সেখানথেকে গৃহবধূ নিখোঁজ হয়েপরে।
পরবর্তী সময় গৃহবধূ নিখোঁজ হওয়ার বিষয়ে তার স্বামী শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ জানান। দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হবার পরেও গৃহবধূর কোনো প্রকার খোঁজ না পেয়ে গৃহবধূর স্বামী ও ছেলে সংবাদ মাধ্যমের দারস্ত হন। ছেলে মাকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে তার মাকে ফিরে আসার জন্য আহব্বান জানায়। এখন দেখার বিষয় গৃহবধূকে খুঁজে বেরকরতে পুলিশ কতটুকু সক্ষম হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ