Advertisement

Responsive Advertisement

দীপাবলি

                                       কল্যানী ভট্টাচাৰ্য 

উমার পরে শ্যামা এলেন দীপাবলির সাজে
আনন্দেতে ভর করে তাই সকাল থেকে সাঁঝে। 
তোমার আগমনে মাগো সাজাই পুস্প থালি
ঘরে ঘরে আঁধার রাতে প্রদীপ শিখা জ্বালি। 
তোমার আশীর্বাদ মাগো যেন থাকুক প্রতি ঘরে
আলোয় আলোয় মোদের জীবন থাকুক তোমার তরে। 
তোমার কৃপায় সর্ব লোকের মঙ্গল সাধন হয়
ঘরে ঘরে আলোর ধারায় হবে অশুভ শক্তি ক্ষয়। 
সবার জীবন পূর্ণ হোক দীপাবলির আলো
সুখ শান্তি সম্প্রীতি তে সবাই থাকুক ভালো। 
তোমার আশীষ থাকে যেন সবার মাথার পরে
হৃদয়ে জ্বলুক দীপের আলো জ্বালুক আলো অন্তরে। 
বছর শেষে মাগো তুই আবার ফিরে আয়
তোর বিদায়ের সময় মাগো থাকব অপেক্ষায়। 
সবার নামে জ্বালিয়ে দিবি জ্ঞানের প্রদীপ আলো
ঘুচিয়ে দিবি ধুয়ে মুছে পাপী আঁধার কালো। 

                  কল্যাণী
                ১২/১১/২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ