Advertisement

Responsive Advertisement

শব্দবাজির বিরুদ্ধে মহারাজগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান

আগরতলা, ১১নভেম্বর : শব্দ বাজির বিরুদ্ধে অভিযান জারি রয়েছে সদর মহকুমা প্রশাসনের। শনিবার দীপাবলীর আগের দিন রাজধানী আগরতলার অন্যতম ব্যস্ত মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসন, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, মহারাজগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ এবং পূর্ব আগরতলা থানার পুলিশের একাধিক টিম দফায় দফায় অভিযান চালায়। এদিনের এই অভিযানে বিভিন্ন দোকান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে উল্লেখ করে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে প্রতিনিয়ত প্রচার চালানো হয় যাতে এই ধরনের শব্দ বাজি কেউ বিক্রি এবং কেনাকাটা না করে। তারপরও একাংশ অসাদু ব্যবসায়ী শব্দবাজি বিক্রি করছে। এদিনের এই অভিযান গুলির নেতৃত্বে ছিলেন সদর মহকুমা প্রশাসনের একাধিক ডিসিএম। তারা জানান আগামী দিনেও এই অভিযান জারি থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ