Advertisement

Responsive Advertisement

বিজেপি এসসি মোর্চার উদ্যোগে সাংঘঠনিক বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ২৯ নভেম্বর : ২০২৪ সালে দেশের পরবর্তী লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের প্রতিটি তপশিলি জাতি অংশের মানুষের ভোট যাতে বিজেপি প্রার্থীরা পায়, তার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বিজেপির তফশিল জাতি মোর্চার নেতৃত্ব। এই বিষয়কে সামনে রেখে বুধবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ তফশিলি জাতি মোর্চার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। দলের প্রদেশ কমিটির কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই বৈঠকের পৌরহিত করেন প্রদেশ তফসিলি জাতি মোর্চা সভাপতি টোটন দাস। তিনি বলেন, ৬ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত সারা দেশের সঙ্গেও ত্রিপুরা জুড়েও সংবিধান গৌরব দিবস পালন করা হবে। ডক্টর বি আর আম্বেদকর দেশবাসীর জন্য সংবিধান রচনা করলেও তিনি জীবিত অবস্থায় নানা সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত করেছিলেন, এই বিষয়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। সেই সঙ্গে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে প্রতিটি জেলা এবং মন্ডল স্তরে তফসিলি জাতি মোর্চার তরফে প্রবাস শুরু করা হবে, লোকসভা নির্বাচনে যাতে প্রতিটি তফসিল জাতি অংশের মানুষের ভোট বিজেপি পায় এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ