আগরতলা, ১১নভেম্বর : সমবায় সপ্তাহ উপলক্ষে শনিবার আগরতলায় এক র্যালির আয়োজন করা হয়। প্রতি বছর ১৪ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে সমবায় সপ্তাহ পালন করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও এই সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে এদিন এক র্যালির আয়োজন করা হয়। এদিনের এই র্যালিরটি উত্তর গেট সংলগ্ন সমবায় দপ্তরের অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এতে রাজ্যের বিভিন্ন সমবায় গোষ্ঠীর সদস্য, প্রতিনিধি ও কর্মচারীরা অংশ নিয়েছেন।
এদিনের এই রেলিতে উপস্থিত ছিলেন মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব, গোমতী ডেয়ারি মিল্ক'র চেয়ারম্যান রতন ঘোষ। এদিনের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন। তা করতে হলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিতে হবে। এই কাজে রাজ্যের সমবায় গুলি সহযোগিতা করছে।
0 মন্তব্যসমূহ