Advertisement

Responsive Advertisement

আগরতলায় একাংশ সরকারী কর্মচারীদের উদাসীনতা দেখে অবাক মন্ত্রী নিজে

আগরতলা, ২২নভেম্বর : কোন প্রত্যন্ত এলাকা নয়, রাজধানীর বুকের মধ্যে একাংশ সহকারী কর্মচারীদের দায়িত্বের উদাসীনতা দেখে অবাক মন্ত্রী নিজে। 
রাজ্য সরকারের মূল মন্ত্র এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কিন্তু সরকারের এই পরিকল্পিনাকে ব্যাস্তব্যয়িত হতে দিচ্ছে না রাজ্যের একাংশ সরকারী কর্মচারী, এমনটাই গুঞ্জন। রাজ্যে কিছু কিছু অফিসে যে বেহাল দশা রয়েছে তা সরেজমিনে প্রত্যক্ষ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বুধবার তিনি আকস্মিক পরিদর্শনে যান রাজধানীর ইন্দ্রনগর এলাকার হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এন্ড সেরিকালচার দপ্তরে অফিসে। সেখানে তিনি দশটা চল্লিশ মিনিটে পৌঁছান। অথচ অফিসের তখন ৭৩ জন কর্মীর মধ্যে ২০ জন গড়হাজির। খুঁদ আগরতলা শহরে সরকারি অফিসের এই দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি। মন্ত্রী অফিসে বসে দেখেন কেউ এলেন ১০টা ৫০মিনিটে কেউ ১১ টায় আবার কেউবা আর একটু দেরি করে ১১টা ১০মিনিট নাগাদ অফিসে আসে। কর্মসংস্কৃতির এই হাল দেখে মন্ত্রী বিকাশ দেববর্মা অবাক। আধিকারিককে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। অফিসে লেট এটেন্ডারদের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করারও নির্দেশ দেন। তিনি এখন থেকে নিয়মিত তার দপ্তরের অফিস গুলিতে আকস্মিক পরিদর্শন করবেন বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ