Advertisement

Responsive Advertisement

খবর সংগ্রহে গিয়ে পুলিশি বাধার শিকার সংবাদমাধ্যমে কর্মীরা অভিযোগ স্থানীয় সাংবাদিকদের


মুমিনুল হক, সোনামুড়া, ১১নভেম্বর : থানায় খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশি বাধার শিকার সংবাদমাধ্যমে কর্মী। ঘটনা গতকাল রাতে সোনামুড়া থানায়। ঘটনার বিবরণী জানা যায় দুষ্কৃতীদের আক্রমণের শিকার হয়ে কাবিল হোসেন নামক এক যুবক রাতে সোনামুড়া থানায় আসে অভিযোগ দায়ের করার জন্য। সে সময় তাদের অভিযোগ দাখিল করার সময় সংবাদ কর্মী তার ক্যামেরা চালাতে গেলে বাধার সম্মুখীন হন পুলিশ কনস্টেবল কর্তৃক। এদিকে উল্লেখ্য যে দুষ্কৃতির মারের শিকার হয়ে অভিযোগকারী কাবিল হোসেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন জিডি করার জন্য কিন্তু জিডির দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা কোন প্রকার হেলদোল দেখাননি বলে অভিযোগ। পাশাপাশি অভিযোগকারী কাবিল হোসেন আরো অভিযোগ করেন ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকার পর পুনরায় জিজ্ঞেস করা হলে তারা নাকি বলেন বাইরে থেকে অভিযোগ লিখে আনতে এবং অভিযোগ করার পরও কোন প্রকার রিসিভ ফিরিয়ে দেননি পুলিশ কর্মীরা। এভাবে প্রতিনিয়ত আইনের দরজায় কড়া নেড়ে যদি আইনের দ্বারাই হেনস্থার শিকার হতে হয় তাহলে আগামী দিনে আইনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে সাধারণ মানুষ এমনটাই বলছেন একাংশ মানুষ। অভিযোগকারী তার অভিযোগ প্রসঙ্গে জানান সোনামুড়া থানায় এলাকার দুর্গাপুর এলাকা থেকে আসার পথে সোনামুড়া পুরাতন সিনেমা হল সংলগ্ন এলাকায় তাজুল ইসলাম এবং তার সঙ্গীরা কাবিল হোসেনকে পথ আটকে মারধর করেন কোন কিছু বোঝার আগেই তার ওপর চড়াও হয় তারা। তাই কোনক্রমে সেখান থেকে পালিয়ে এসে প্রাণ রক্ষা করে কাবিল হোসেন। পরবর্তী সময়ে সোনামুড়া থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করে কাবিল হোসেন। সত্য ঘটনা কে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত সোনামুড়া মহকুমা বাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ