ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে বাইসাইকেল নিয়ে অন্যান্য জওয়ানদের সাথে সে বের হয়েছিল আখাউড়া থেকে লঙ্কামুড়া এলাকায় সীমান্তে টহল দেওয়ার জন্য। ডিউটি শেষে সে বিওপিতে ফিরেনি। পরে অনেক খোঁজাখোঁজির পর লঙ্কামুড়া এলাকার লোহার ব্রিজের পাশে কালভার্টের নিচে তার মৃতদেহ উদ্ধার হয়।
তার বাইসাইকেল এবং ইনসার্স রাইফেলটি কালভার্টের নিচে পাওয়া যায়। খুন নাকি অন্য কোন কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে ধুঁয়াশা সৃষ্টি হয়েছে। বিএসএফের অভিযোগের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে টহলে বের হয়ে রাত দেড়টার পর থেকে সহকর্মী অন্য জওয়ানরা তাকে আর দেখতে পায়নি। তবে মৃতদেহে কোন বুলেটের আঘাত নেই। তাই খুন, আত্মহত্যার না সাইকেল নিয়ে কালভার্টের উপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট এলে আসল কারণ জানা যাবে।
0 মন্তব্যসমূহ