Advertisement

Responsive Advertisement

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বক্সনগরে গো প্রজনন সমস্যা এবং প্রতিকার শিবির

মুমিনুল হক,বক্সনগর, ৯ নভেম্বর : বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত উত্তর কলমচৌড়া প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অফিস প্রাঙ্গনে গো প্রজনন সংক্রান্ত এক শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে স্থানীয় এলাকার গো পালক এবং কৃষক সাধারণ মানুষের প্রাণী সম্পদ রক্ষণাবেক্ষণ ও গো প্রজনন এবং সমস্যা প্রতিকার করে গ্রামীণ আর্থিক রুটি রুজির ব্যবস্থা করা। গ্রামের উন্নতি এবং আর্থিক ভাবে সচ্ছল করে গড়ে তোলার জন্য, রাজ্য সরকার সারা ত্রিপুরা রাজ্যে ৫০০টি গো প্রজনন চিকিৎসা প্রতিকার সমস্যার শিবিরের পদক্ষে গ্রহণ করেছে। রাজ্যের বিশিষ্ট সাত জন প্রাণী চিকিৎসক শিবিরে চিকিৎসা করেন। সমস্যার সমাধান এবং বিনামূল্য ঔষধ সহ টিকা প্রদান করা হয়। বক্সনগর এলাকায় এমন চারটি শিবির করা হয়। শিবিরে গাভী অথবা বকনা বাছুরের রোগ প্রতিরোধ করা, গো প্রজনন বৃদ্ধি করার ওপর জোর দেওয়া ইত্যাদি। ডাক্তার দ্বিজেন্দ্র দেব ডেপুটি ডাইরেক্টর অ্যানিমেল রিসোর্স রাজ্য সরকার, বলেন গো প্রজনন বন্ধ্যাত্ব করণ এবং গাভিদের বিভিন্ন সমস্যা বকনা বাছুর রোগ প্রতিরোধ করাচিকিৎসা করে সমস্ত ধরনের টিকা করা হবে, তাতে করে রাজ্যের গো পালক এবং কৃষকরা উপকৃত হবেন। 
  এই শিবিরে উপস্থিত ছিলেন এনিমেল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাক্তার মধুমিতা সরকার এবং কলমচৌড়া উপ গো প্রজনন ও চিকিৎসা কেন্দ্রের হরেকৃষ্ণ নম: এবং রাজু বিশ্বাস। ১৬টি গরু এবং বাছুর পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। উত্তর কলমচৌড়া গ্রামের জুমের টিলা পাড়ার শাহাজান মিয়া ১ জন গোপালক, রাজ্য সরকারের এরকম ক্যাম্পের আয়োজনে প্রশংসা করেন, এবং বিনামূল্যে ওষুধ পেয়ে খুবই খুশি। প্রতিটি হাসপাতালে হাঁস মুরগির ছাগল গরুর ওষুধ যেন সবসময় পাওয়া যায় তার জন্য রাজ্য সরকারকে দেখভাল করার জন্য আবেদন করেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হসপিটালে চিকিৎসক কম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ