আগরতলা, ২৩ নভেম্বর: যোগা চর্চা ছাড়া একজন ব্যক্তি সম্পূর্ণ হতে পারে না। কারণ যোগা শরীর, মন এবং আত্মাকে একত্রীভূত করতে সহায়তা করে। বৃহস্পতিবার আগরতলার এনএসআরসিসিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত ৬৭তম জাতীয় স্কুল গেমস ২০২৩ এর অনূর্ধ্ব-১৭ বছর বালক বালিকাদের যোগা প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, আমরা খুবই আনন্দিত ৬৭তম জাতীয় স্কুল গেমস ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করছে। আমরা প্রত্যেকেই জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগার সার্বজনীন অনুশীলনের জন্য আবেদন রেখেছিলেন। এরপরই জাতিপুঞ্জ ২১ জুনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে সারা বিশ্ব যোগাকে স্বীকৃতি দিয়েছে। যোগাব্যায়াম ছাড়া একজন মানুষ সম্পূর্ণ হতে পারে না।
মুখ্যমন্ত্রী ডা: সাহা বলেন, একজন ব্যক্তি যোগ অনুশীলনের মাধ্যমে নিজেকে চিনতে পারে, জানতে পারে। তাই নিজেকে চিনতে হবে। যতক্ষণ না আপনি নিজেকে চিনতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি সমাজ এবং দরিদ্র মানুষকে আপনার সেরাটা দিতে পারবেন না। প্রায় সব দেশই এখন যোগার গুরুত্ব স্বীকার করে নিয়েছে এবং এর সম্পূর্ন কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মুখ্যমন্ত্রী বলেন, যোগার মাধ্যমে শরীরের পাশাপাশি মনও সুস্থ রাখা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসকল ছেলেমেয়েরা এই ইভেন্টে অংশ নিতে এসেছে তারা তাদের প্রতিভার নিদর্শন তুলে ধরবে।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের চেয়ারম্যান সুকান্ত ঘোষ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, পদ্মশ্রী সম্মানে ভূষিত আন্তর্জাতিক জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। ৫ দিন ব্যাপী এই জাতীয় আসর চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। এই আসরে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিযোগী ও অফিসিয়ালরা অংশগ্রহণ করেছেন।
0 মন্তব্যসমূহ